অ্যাকসেসিবিলিটি লিংক

উইম্বলডন জিতলেন বার্টি 


Australia's Ashleigh Barty poses with the trophy after winning the women's singles final, defeating the Czech Republic's Karolina Pliskova on day 12 of the Wimbledon Tennis Championships in London, July 10, 2021.
Australia's Ashleigh Barty poses with the trophy after winning the women's singles final, defeating the Czech Republic's Karolina Pliskova on day 12 of the Wimbledon Tennis Championships in London, July 10, 2021.

প্রথম একজন অস্ট্রেলিয়ান হিসাবে, মহিলা শীর্ষ বাছাই আ্যশলি বার্টি, ৪১ বছরের ইতিহাসে লন্ডনে শনিবার, মহিলাদের সিঙ্গেলস টেনিস শিরোপা জিতে নিলেনI বার্টি, চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাকে ৬-৩, ৬-৭(৪), ৬-৩ সেটে হারিয়ে দেনI এটি বার্টি'র দ্বিতীয় গ্রান্ড স্ল্যাম বিজয়, এর আগে ২০১৯ সালে তিনি, ফ্রেঞ্চ ওপেনেও জয়লাভ করেছিলেনI

বার্টি বলেন, তাঁর কথায়, "গতরাতে আমি ভালো ঘুমোতে পারিনি, ভাবছিলাম যদি না জিততে পারি, এসব কিছু, তবে আজ কোর্ট থেকে বেরিয়ে আসার পর, অনুভব করলাম জেতার অনুভূতিI মনে হল এই অনুভূতি এখানে ও আমার দলের সঙ্গে ভাগাভাগি করাটা অসাধারণ এক মুহূর্ত"I

১৯৮০ সালে, অস্ট্রেলিয়ান ইভোন গুলাগং কাওলি সপ্তম বারের শিরোপা অর্জনের পর, আ্যশলি বার্টি হচ্ছেন, ২৫ বছর বয়সী প্রথম একজন অস্ট্রেলিয়ান, মহিলা যিনি উইম্বলডন শিরোপা জয় করলেনI
(এপি)

XS
SM
MD
LG