কভিড মহামারীর কারণে, বহু এশীয় ব্যাবসা-বাণিজ্য এখন সমূহ ঝুঁকির মুখে, যারা আবারো ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেনI তবে এই সঙ্কটময় দিনে, তাদের ওপর হামলা অযাচিত ও দুঃখজনকI শত শত এশীয় আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জনগণ সামাজিক মাধ্যমে তাদের হতাশা, ক্রোধ ও ভীতির কথা ব্যক্ত করতে শুরু করেছেনI
আটলান্টা ভিত্তিক এশিয়ান আমেরিকান এডভোকেসি ফান্ডের নির্বাহী পরিচালক, আইশা ইয়াকুব মাহমুদ বলেন, আমার মনে হয়, তাদের তীব্র হতাশার কারণ এই যে, তাদের বিরুদ্ধে ঘৃণ্য আচরণের কথা, কর্তৃপক্ষের কাছে তারা আগেই জানিয়েছিলেনI
৮জনকে হত্যার দায়ে অভিযুক্ত লংকে তাৎক্ষণিকভাবে দোষী সাব্যস্ত না করায় এশীয় সম্প্রদায় তাদের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেনI গ্রেফতার হওয়ার পর, হত্যাকারী পুলিশকে জানায়, তার হামলা কোনো জাতিগোষ্ঠীর বিরুদ্ধে নয়, এর কারণ যৌনতার প্রতি তার আসক্তিI তার হাতে নিহত ৬ জন মহিলা এশীয় বংশোদ্ভূত, যারা মাসাজ পার্লারে কাজ করতেনI