অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গাদের শরণার্থীর মর্যাদা: বিশ্লেষণ করেছেন আসিফ মুনীর


Rohingya refugees queue for aid at Cox's Bazar, Bangladesh, Sept. 26, 2017.
Rohingya refugees queue for aid at Cox's Bazar, Bangladesh, Sept. 26, 2017.

বাংলাদেশ সরকার এদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের শরণার্থীর মর্যাদা দিতে বরাবরই অনীহা প্রকাশ করছে। ১৯৭৮ সাল থেকে দফায় দফায় রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটলেও এই পর্যন্ত সব সরকারের মনোভাব একই রয়ে গেছে। বিভিন্ন দেশ, জাতিসংঘসহ নানা আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে রাষ্ট্রহীন এই আশ্রয় প্রার্থীদের শরণার্থীর মর্যাদা দেয়ার কথা বার বার বলা হলেও বাংলাদেশ এক্ষেত্রে সব সময় অনঢ় রয়েছে। এমন কি রিফিউজি কনভেনশনেও বাংলাদেশ এই পর্যন্ত অনুস্বাক্ষর করেনি। কেন এই মনোভাব ও অনঢ় অবস্থান সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশ্লেষক এবং আইওএম-এর প্রাক্তন কর্মকর্তা আসিফ মুনীর।

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:05:00 0:00

XS
SM
MD
LG