অ্যাকসেসিবিলিটি লিংক

সাবেক ব্রডকাসটার অসীমপদ  চক্রবর্তী মারা গেছেন


ভয়েস অফ আমেরিকার সাবেক ব্রডকাসটার অসীমপদ চক্রবর্তী মারা গেছেন। একুশে মার্চ সকালে কলকাতায় তিনি মারা যান। বেশ কয়েক বছর তিনি নানা ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন।

অসীমপদ চক্রবর্তীর জন্ম ১৯৪৬ সালের ১৬ই ডিসেম্বর কলকাতায়। কর্মজীবন শুরু করেছিলেন অধ্যাপক হিসেবে। দেড় দশকেরও বেশী সময় তিনি কলকাতার বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন। একইসঙ্গে গবেষকের কাজ করেন। বিভিন্ন ইতিহাসের জার্নালে তাঁর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে তাঁর গবেষণা গ্রন্থও।ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগে প্রায় ২০ বছর কাজ করার পর তিনি কলকাতায় ফিরে যান।

ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগ তাঁর মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছে।

XS
SM
MD
LG