অ্যাকসেসিবিলিটি লিংক

অসমের ধুবরি থেকে মেঘালয়ের ফুলবাড়ি পর্যন্ত দীর্ঘতম সেতু তৈরির সিদ্ধান্ত


assam to meghaloy bridge
assam to meghaloy bridge

দেশের উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য অসমের ধুবরি থেকে মেঘালয়ের ফুলবাড়ি পর্যন্ত তৈরি হতে চলেছে দেশের দীর্ঘতম সেতু ৷ সেতুটি সংযুক্ত করবে ১৯.৩ কিলোমিটার পথকে৷

ব্রহ্মপুত্র নদের উপরে তৈরি হবে এই সেতুটি৷ আমি ২০২৬- সালের মধ্যে শেষ হবে সেতুটির নির্মাণ কাজ৷ এমনই জানা গেছে দেশের কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক সূত্রে৷ কেন্দ্রীয়

সড়ক ও পরিবহন মন্ত্রকের সঙ্গে এই প্রকল্প বাস্তবায়নে হাত লাগিয়েছে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড৷ সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রের খবর, এই প্রকল্পটিতে বিনিয়োগ করতে ইচ্ছা প্রকাশ করে জাপানের একটি সংস্থা৷ নাম, জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি৷ এই সেতুটি তৈরি হলে অসম ও মেঘালয়ের মধ্যেকার আড়াই ঘণ্টার দূরত্ব অতিক্রম করা যাবে মাত্র কুড়ি মিনিটে৷ ১৯.৩ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি তৈরি হলে এটাই হবে ভারতের দীর্ঘতম সেতু৷

কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের প্রতিবেদন।

XS
SM
MD
LG