অ্যাকসেসিবিলিটি লিংক

নুতন আগ্রাসী ভাইরাসের বিরুদ্ধে অ্যাস্ট্রা জেনেকা ভ্যাকসিন সফল হয় নি 


দক্ষিণ আফ্রিকা সরকার, সে দেশে ব্যবহৃত ভ্যাকসিন, অ্যাস্ট্রা জেনেকা, নুতন আগ্রাসী ভাইরাসের বিরুদ্ধে মাত্র ২২% কার্যকর হওয়াতে, রবিবার থেকে টিকা কর্মসূচি বন্ধ করে দিয়েছেI দক্ষিণ আফ্রিকার জন্য নিঃসন্দেহে যে সংবাদ দুঃখজনক, কারণ নুতন সংক্রমণে সেখানে ৪৬,০০০ লোকের মৃত্যু হয়েছে এবং সরকার জনগণের জন্য আগামী কয়েকদিনে প্রায় ১০ লক্ষ টিকা দেয়ার কর্মসূচি নিয়েছিলেনI

উইটওয়াটার্সরান্ড বিশ্ববিদ্যালয় পরিচালিত জরিপে দেখা যায়, এই ভ্যাকসিন, 'দক্ষিণ আফ্রিকা' ভাইরাসের বিরুদ্ধে মাত্র ২২% কার্যকর বলে প্রমাণিত হয়েছে I বর্তমানে এই আগ্রাসী ভাইরাস বিশ্বের ৩২টি দেশে সক্রিয় এবং দ্রুত বিস্তার লাভ করছেI

ভ্যাকসিনের তালিকায় নুতন করে সংযোজিত হোল চীনের সাইনোভ্যাক বায়োটেক প্রতিষ্ঠান নির্মিত, ভ্যাকসিন, করোনাভ্যাক, যে ভ্যাকসিন ইতিমধ্যেই চীন সরকারের অনুমোদন পেয়েছেI

XS
SM
MD
LG