অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া ও ইরাকে যুদ্ধের কারনে শিল্পোন্নত দেশে শরণার্থীর সংখ্যা ৭ লক্ষে পৌঁছাবে


জাতিসংঘ শরণার্থী সংস্থা বলছে, সিরিয়া এবং ইরাকে যুদ্ধের কারনে সেখানকার জনগণ শিল্পোন্নত দেশগুলোতে আশ্রয়ের যে চেষ্টা করছে তা বর্তমানে প্রায় ২৪ শতাংশ বেড়েছে।

শুক্রবার ইউএনএইচসিআরের প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, এ বছরের প্রথম ৬ মাসের মধ্যে প্রায় ৩ লক্ষ ৩০ হাজার ৭’শ মানুষ অন্য দেশে আশ্রয়ের চেষ্টা করে। ২০১৩ সালের তুলনায় একই সময়ে এই সংখ্যা বেড়েছে ২৪ শতাংশ।

ঐ সংস্থা বলছে, এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তবে ২০১৪ সালে এই সংখ্যা ৭ লক্ষতে পৌঁছাবে।

XS
SM
MD
LG