বাংলাদেশ ব্যাঙ্কের গভর্ণর ডক্টর আতিয়ুর রহমান গেলো সপ্তাহে ওয়াশিংটন এসেছিলেন বিশ্ব ব্যাঙ্কের সদর কার্যালয়ে বিশ্ব ব্যাঙ্ক ও আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার আই এম এফের সঙ্গে মেয়াদ মধ্যবর্তিকালিন আলোচনায় বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গে একযোগে অংশ নিতে। ঐ সময় ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের তরফে থেকে তাঁর এ সাক্ষাত্কারটি নেন সরকার কবীরূদ্দীন।