বার্তা সংস্থা রয়টার্স’এর খবরে বলা হয়েছে তিউনেশিয়ার মানবিক সংস্থা রেড ক্রিসেন্ট শনিবার রয়টার্সকে জানিয়েছে যে তিনউনেশিয়ার উপকুলের অদূরে একটি জাহাজে ফাটল ধরায় কমপক্ষে ৪৩ জন অভিবাসন প্রার্থী পানিতে ডুবে গেছে। আরও ৮৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা লিবিয়া থেকে ইটালি যাবার জন্য ভূ-মধ্যসাগর পাড়ি দিচ্ছিল। এই নৌকাটি লিবিয়ার উত্তর-পশ্চিম উপকুল জুয়ারা থেকে রওয়ানা দেয়। এতে মিশর, সুদান,ইরিত্রিয়া এবং বাংলাদেশের অভিবাসন-প্রার্থীরা ছিল। (রয়টার্স)
তারা লিবিয়া থেকে ইটালি যাবার জন্য ভূ-মধ্যসাগর পাড়ি দিচ্ছিল। এই নৌকাটি লিবিয়ার উত্তর-পশ্চিম উপকুল জুয়ারা থেকে রওয়ানা দেয়। এতে মিশর, সুদান,ইরিত্রিয়া এবং বাংলাদেশের অভিবাসন-প্রার্থীরা ছিল।