অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের গাড়িবহরে হামলায় স্থানীয় নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত


জাতিসংঘ বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে আফগানিস্তানে জাতিসংঘের গাড়িবহরের উপর হামলায় স্থানীয় নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছে।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সহায়তা মিশন (ইউএনএএমএ)জানিয়েছে ঐ হামলায় তাদের কোন কর্মী বা যানবাহনের ক্ষয়ক্ষতি হয়নি।

সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলের ৬০ কিলোমিটার পূর্বে সুরবি জেলার পথ দিয়ে যাবার সময় অজ্ঞাত বন্দুকধারীরা আক্রমণ করে।

আফগানিস্তান সূত্র নিশ্চিত করেছে যে পূর্বের নানগারহার প্রদেশের সাথে কাবুলের সংযোগকারী প্রধান মহাসড়কটিতে ঐ হামলার ঘটনা ঘটে। চালক গুলিবিদ্ধ হবার পর আফগান নিরাপত্তা বাহনটি রাস্তা থেকে সরে গিয়ে নদীতে পড়ে যায়।

আফগানিস্তানে জাতিসংঘের পরিবার কাবুলের সুরবি জেলাতে ঐ ঘটনায় নিহত আফগানিস্তানের নিরাপত্তা দপ্তরের পাঁচ কর্মকর্তা জন্য শোক প্রকাশ করেছে। তাত্ক্ষণিকভাবে কেউ এই হামলার দায় নেয়নি।

কাবুলে সাম্প্রতিক সপ্তাহগুলিতে প্রায় প্রতিদিনই রাস্তায় বোমা বিস্ফোরণে সরকারী কর্মকর্তা, বিচারক, সাংবাদিক ও কর্মীসহ শীর্ষ পর্যায়ের কর্তা-ব্যক্তিরা প্রাণ হারিয়েছেন।

XS
SM
MD
LG