আফগানিস্তানের হিরাত শহরে যুক্তরাষ্ট্রের কন্স্যুলেটে হামলা
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হিরাত শহরে যুক্তরাষ্ট্রের কন্স্যুলেটে বিদ্রোহীরা শুক্রবার ভোরে হামলা চালিয়েছে। ঐ ঘটনায় পাহারারত দু’জন আফাগান নিরাপত্তা রক্ষী নিহত এবং আরো ২০ জন আহত হয়েছেন।
কর্মকর্তারা বলেন, তালিবানরা কন্স্যুলেটের বাইরে নিরাপত্তা রক্ষীদের ওপরে গুলি চালায় এবং পরে একটি বিস্ফোরক বোঝাই গাড়ীতে বিস্ফোরণ ঘটায়। কর্তৃপক্ষ বলছে, পাঁচ জন জঙ্গীর গায়ে আত্মঘাতি বিস্ফোরক সাটা ছিল এবং বন্দুকলড়াই চলার সময় তারা নিতহ হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রী মারি হার্ফ বলেন, বিদ্রোহীরা একটি ট্রাক চলিয়ে কন্স্যুলেটর সামনের গেইটটে আসে এবং ভারি রাইফেল ও সয়ংক্রিয় গ্রেনেটে ছুঁড়ে নিরাপত্তা রক্ষীদের ওপরে আক্রমণ চালায়। আক্রমণের পরপরই সামনে রাখা বিস্ফোরক ভর্তি ট্রাকটিতে বিস্ফোরণ ঘটে। আক্রমণে সমনের গেই্টের ব্যাপক ক্ষতি হয়েছে। ঐ ঘটনায় কোন আমেরিকান নিহত হয়নি।
ঐ ঘটনায় আহত মোহাম্মদ শারিফ হিরাতের হাসপাতাল থেকে জানান, সেখানে দুটি বিস্ফোরণ ঘটে। শারিফ বলেন, প্রথম বিস্ফোরণের সময় তিনি টেলিফোনে কথা বলছিলেন এবং দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে যখন তিনি দায়িত্ব শেষে সামনের গেটে যান তখন।
তালেবান হামলার দায়িত্ব স্বীকার করেছে।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হিরাত শহরে যুক্তরাষ্ট্রের কন্স্যুলেটে বিদ্রোহীরা শুক্রবার ভোরে হামলা চালিয়েছে। ঐ ঘটনায় পাহারারত দু’জন আফাগান নিরাপত্তা রক্ষী নিহত এবং আরো ২০ জন আহত হয়েছেন।
কর্মকর্তারা বলেন, তালিবানরা কন্স্যুলেটের বাইরে নিরাপত্তা রক্ষীদের ওপরে গুলি চালায় এবং পরে একটি বিস্ফোরক বোঝাই গাড়ীতে বিস্ফোরণ ঘটায়। কর্তৃপক্ষ বলছে, পাঁচ জন জঙ্গীর গায়ে আত্মঘাতি বিস্ফোরক সাটা ছিল এবং বন্দুকলড়াই চলার সময় তারা নিতহ হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রী মারি হার্ফ বলেন, বিদ্রোহীরা একটি ট্রাক চলিয়ে কন্স্যুলেটর সামনের গেইটটে আসে এবং ভারি রাইফেল ও সয়ংক্রিয় গ্রেনেটে ছুঁড়ে নিরাপত্তা রক্ষীদের ওপরে আক্রমণ চালায়। আক্রমণের পরপরই সামনে রাখা বিস্ফোরক ভর্তি ট্রাকটিতে বিস্ফোরণ ঘটে। আক্রমণে সমনের গেই্টের ব্যাপক ক্ষতি হয়েছে। ঐ ঘটনায় কোন আমেরিকান নিহত হয়নি।
ঐ ঘটনায় আহত মোহাম্মদ শারিফ হিরাতের হাসপাতাল থেকে জানান, সেখানে দুটি বিস্ফোরণ ঘটে। শারিফ বলেন, প্রথম বিস্ফোরণের সময় তিনি টেলিফোনে কথা বলছিলেন এবং দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে যখন তিনি দায়িত্ব শেষে সামনের গেটে যান তখন।
তালেবান হামলার দায়িত্ব স্বীকার করেছে।