অ্যাকসেসিবিলিটি লিংক

আফ্রিকী ইউনিয়ন তাদের নির্বাহী শাখা প্রধান নির্বাচিত করতে ব্যর্থ হয়েছে।


በቻይና የተሠራው የአፍሪካ ሕብረት አዲሱ ሕንፃ
በቻይና የተሠራው የአፍሪካ ሕብረት አዲሱ ሕንፃ

আফ্রিকী ইউনিয়ন তাদের নির্বাহী শাখা প্রধান নির্বাচিত করতে ব্যর্থ হয়েছে। সোমবার গোষ্ঠির শীর্ষ সম্মেলনে এই গুরুত্বপুর্ন কমিশনের প্রধান নির্বাচনে সদস্য রাষ্ট্রবর্গ ঐকমত্যে পৌঁছুতে পারেনি।

নির্বাচনে দু’জন প্রতিদ্বন্দ্বী বর্তমানে পদাধিকারী গ্যাবনের জাঁ পিং এবং দক্ষিন আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব যুমার প্রাক্তন স্ত্রী প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এনকোসাযানা দলামিনি যুমা।

দুই প্রার্থীর কেউই দু’তৃতীয়াংশ ভোট পাননি। চূড়ান্ত ব্যালটে কেবল মাত্র পিং এর নাম চতুর্থ স্থানে দেখা যায়। কিন্তু ২০ জন ভোটার অনুপস্থিত থাকার কারণে তাঁর পদে থাকা অসম্ভব হয়ে পড়ে। কুটনীতিকরা বলেন, ভোটারদের অনুপস্থিত থাকার অর্থ হচ্ছে তাঁর প্রতি অনাস্থা প্রদর্শন করা। এ বছরে লিবিয়া ও আইভরী কোষ্টের সংকটের সময়ে তিনি সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন বলে অনেকের ধারণা।

XS
SM
MD
LG