অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালিয়ায় আফ্রিকি ইউনিয়ণ সেনা হ্রাসের প্রস্তাব দিয়েছে


সোমালিয়ায় AMISOM ;র ঘাঁটির কাছে মর্টারের আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি
ফাইল ছবি, ২৫শে মার্চ, ২০২১-রয়টার্স
সোমালিয়ায় AMISOM ;র ঘাঁটির কাছে মর্টারের আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি ফাইল ছবি, ২৫শে মার্চ, ২০২১-রয়টার্স

সোমালিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে আফ্রিকা শৃঙ্গের এই দেশটিতে শান্তিরক্ষী সেনাদের উপস্থিতি কমানো সম্পর্কিত আফ্রিকান ইউনিয়নের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং এই প্রতিবেদনের প্রস্তাবকে বাস্তব-বিবর্জিত বলে অভিহিত করেছে।

সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রী, মোহামেদ আব্দির রিজাক ভয়েস অব আমেরিকার সোমালি সার্ভিসকে জানান, যেসব বিশেষজ্ঞ পরিস্থিতির মূল্যায়ন করেছেন, তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে পর্যাপ্ত শলা-পরামর্শ করেন নি, সরকার আফ্রিকান ইউনিয়নকে মাত্র গত সপ্তাহে তাদের পরিস্থিতির কথা জানিয়েছেI তিনি বলেন, এই প্রতিবেদন এবং বিকল্পসমূহ এই মূহুর্তে গ্রহণযোগ্য কোন বিকল্প নয়”।

সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন মিশন বা AMISOM,২০০৭ সালের মার্চ থেকে মূলত সোমালিয়া সরকারকে রক্ষা এবং পরবর্তীতে আল-কায়দার সঙ্গে সম্পৃক্ত আল শাবাব জঙ্গিদের বড় বড় শহর ও নগর থেকে বিচ্ছিন্ন করার জন্য নিয়োজিত রয়েছেI আফ্রিকান ইউনিয়নভুক্ত ৫টি দেশ, উগান্ডা, বুরুন্ডি, কেনিয়া, ইথিওপিয়া এবং জিবুতি বর্তমানে এই জোটে ১৯,৪০০ সেনা মোতায়েন করেছেI

তবে আফ্রিকান ইউনিয়নের কর্মকর্তারা অর্থায়নের ব্যাপারে এখন উদ্বিগ্নI তারা এর সংখ্যা, ব্যয়ভার ও শান্তিরক্ষা বাহিনীর পুনর্বিন্যাসের পক্ষপাতিI এপ্রিল মাসে সোমালি কর্মকর্তারা, এ বছরের শেষ নাগাদ দেশটির নিরাপত্তার দায়-দায়িত্ব নিতে সম্মত হনI

XS
SM
MD
LG