৮ই নভেম্বর জাতীয় নির্বাচনে মিয়ানমারের নেত্রী, অং সান সু চি ও তাঁর ক্ষমতাসীন দল, দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেI তবে সমীক্ষকেরা দেশের গণতান্ত্রিক সংস্কার ও যুদ্ধ বিধ্বস্ত দেশটির শান্তি আলোচনায় মন্থর গতিতে উদ্বেগ প্রকাশ করেছেনI
শনিবার, ইউনিয়ন ইলেকশন কমিশন, ৮ই নভেম্বরের নির্বাচনে তাঁর দল, NLD বা ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিকে বিজয়ী বলে ঘোষণা করেI তিনি সংসদের ৪৯৮টি আসনের ৩৯৬টি আসন পেয়ে জয়যুক্ত হনI
তবে নির্বাচন কমিশন, জাতিগোষ্ঠী সংখ্যালঘু অধ্যুষিত ২২টি এলাকায় নিষিদ্ধ করে দেয় এবং ১০ লক্ষের অধিক সংখ্যালঘু জনগণ ভোটদানের অধিকার থেকে বঞ্চিত হনI
যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, মাইক পম্পেও, বিভিন্ন এলাকার ভোট বাতিল, বিশেষতঃ রোহিঙ্গ্যা জনগোষ্ঠীর ভোটের অধিকার হরণ করাতে বিশেষ উদ্বেগ প্রকাশ করেনI মিয়ানমার সরকারের নিপীড়নে রোহিঙ্গ্যা সম্প্রদায়ের প্রায় ৯ লক্ষ জনগণ পার্শ্ববর্তী দেশ, বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেনI