অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের বস্তুতঃ নেত্রী অঙ্গ সান সূচি সোমবার আদালতে হাজির হন 


বার্মার মারণাত্মক সংঘাতের অবসানে সামরিক জান্তার ওপর আঞ্চলিক প্রতিবেশী দেশগুলির চাপ বৃদ্ধির মাঝে, দেশটির কার্যতঃ প্রধান, গৃহবন্দী নেত্রী, অঙ্গ সান সূচি সোমবার আদালতে শুনানিতে হাজির ছিলেনI ৭৫ বছর বয়সী নেত্রী, সূচি'র আইনজীবীরা রাজধানী, নেপিদো থেকে ভার্চুয়াল শুনানিতে অংশ নেনI

অঙ্গ সান সূচি, পহেলা ফেব্রুয়ারী থেকে গৃহবন্দী অবস্থায় রয়েছেনI তাঁর বিরুদ্ধে ৬টি অপরাধী অভিযোগ আনা হয়েছে, যাতে অন্তর্ভুক্ত করা হয়েছে দেশের ঔপনিবেশিক গুপ্ত আইন ভঙ্গের অভিযোগ, যে অভিযোগ প্রমাণিত হলে তাঁর ১৪ বছরের কারাদণ্ড হতে পারেI

সম্প্রতি জাকার্তায় অনুষ্ঠিত আসিয়ান দেশের সম্মেলনে নেতারা বার্মার সামরিক শাসক জেনারেল মিন হ্লেইংয়ের সঙ্গে বৈঠকে, সে দেশের সহিংসতা বন্ধের আবেদন জানানI দুটি দলের মধ্যস্থতার জন্য তারা একজন প্রতিনিধি নিয়োগের প্রস্তাব করেছেন

XS
SM
MD
LG