অ্যাকসেসিবিলিটি লিংক

বর্মার সংসদিয় উপ নির্বাচনে অন সান সূ চীর অংশগ্রহনের শেষ প্রতিবন্ধক দূর হলো


বর্মার সংসদিয় উপ নির্বাচনে অন সান সূ চীর অংশগ্রহনের শেষ প্রতিবন্ধক দূর হলো
বর্মার সংসদিয় উপ নির্বাচনে অন সান সূ চীর অংশগ্রহনের শেষ প্রতিবন্ধক দূর হলো

বর্মার সবচেয়ে উল্লেখযোগ্য বিরোধি দলিয় পার্টী বলছে – দলিয় নেত্রি অন সান সূ চীর জন্যে সংসদিয় নির্বাচনে প্রতিদ্বন্দীতা করার শেষ প্রতিবন্ধকটি এখন দূরিভূত হ’য়েছে । ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির মূখপাত্র নিয়ান উইন ভয়েস অফ এ্যামেরিকার বর্মি সার্ভীসকে বলেছেন – রেঙ্গুন নির্বাচন কমিশন কর্মকর্তারা মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা ঘোষনা করেছেন । তিনি বলেন – নিয়মানুযায়ি এ সিদ্ধান্তের কথাটা প্রকাশ করা হয় নির্বাচন কমিশনের নোটীস বোর্ডে টানানো বিজ্ঞপ্তি মারফত । পয়লা এপ্রিল যেসব আসনে উপ নির্বাচনের ভোট হবে বলে স্থির রয়েছে তাতে ৪৮ আসনের মধ্যে ৪৭ টিতে প্রতিদ্বন্দীতা করার জন্যে ন্যাশনাল ডেমোক্র্যাসি লীগ অনুমোদন পেয়েছে ।

XS
SM
MD
LG