অ্যাকসেসিবিলিটি লিংক

অস্ট্রেলিয়ার কিছু আদিবাসী ক্ষতিপূরণ পাচ্ছেন


অস্ট্রেলিয়ার সিডনিতে আদিবাসী নৃত্যশিল্পীদের একটি দল অস্ট্রেলিয়া দিবস উৎসবে নাচ পরিবেশন করছেন। জানুয়ারী ২৬, ২০২০।
অস্ট্রেলিয়ার সিডনিতে আদিবাসী নৃত্যশিল্পীদের একটি দল অস্ট্রেলিয়া দিবস উৎসবে নাচ পরিবেশন করছেন। জানুয়ারী ২৬, ২০২০।

অস্ট্রেলিয়া সাবেক আত্তীকরণ নীতির শিকার কিছু আদিবাসীকে ক্ষতিপূরণ দেবে, যে নীতির আওতায় আদিবাসী শিশুদের তাদের পরিবার থেকে আলাদা করা হয়েছিল।

অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটরি, রাজধানী ক্যানবেরার চারপাশের অঞ্চল এবং নর্দার্ন টেরিটরির তথাকথিত 'স্টোলেন জেনারেশন' বা চুরি যাওয়া প্রজন্মের সদস্যরা এককালীন ৬০ হাজার ডলার পাবেন।

আদিবাসী এবং টরেস প্রণালী দ্বীপপুঞ্জের মানুষ ঐতিহাসিক পারিবারিক বিচ্ছেদের ক্রমাগত আঘাতের ফলে যে অসুবিধাগুলোর সম্মুখীন হয়েছে, তা সমাধানের জন্য ৮০০ মিলিয়ন ডলারের যে কর্মসূচী, এটি তারই অংশ।

১৯৭০ এর দশকের প্রথম দিক পর্যন্ত কয়েক দশক ধরে হাজার হাজার আদিবাসী অস্ট্রেলিয়ান শিশুকে তাদের পরিবার থেকে সরিয়ে ফেলা হয়েছিল। যা প্রায়শই মিশ্র-বংশোদ্ভূত শিশুদের শ্বেতাংগ সমাজে আত্তীকরণ করা লক্ষ্যে একটি ইচ্ছাকৃত নীতি ছিল।

XS
SM
MD
LG