অস্ট্রেলিয়ার সরকার এক সতর্ক বার্তায় জানিয়েছে, বাংলাদেশে সন্ত্রাসী হামলার বড় ধরণের ঝুঁকি রয়েছে। আর সে কারনে বাংলাদেশে ভ্রমণ ইচ্ছুক এবং দেশটিতে বসবাসরত অস্ট্রেলিয়ান নাগরিকদের সতর্ক করেছে দেশটি।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ বিষয়ক অফিসিয়াল ওয়েবসাইটে বুধবার দেয়া সর্বশেষ সতর্ক বার্তায় বলা হয়েছে, বিশ্বাসযোগ্য তথ্য থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে, জঙ্গিরা বাংলাদেশে পশ্চিমা স্বার্থকে টার্গেট করে হামলার পরিকল্পনা করতে পারে। এতে বলা হয়, ১৬ই ডিসেম্বরের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো সন্ত্রাসী হামলার জন্য সুযোগ হতে পারে। এ অবস্থায় অস্ট্রেলিয়ান নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে মঙ্গলবার রাতে ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের বিষয়ে অনুরূপ সতর্কতা জারি করেছে ব্রিটেন। এতে বাংলাদেশ সফরে নানা ঝুঁকির উল্লেখ করে বলা হয়েছে যারা সফরে আসবেন তাঁরা যেন স্থানীয় নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষগুলোর নির্দেশনা অনুসরণ করে চলেন।