অ্যাকসেসিবিলিটি লিংক

অস্ট্রেলিয়া ও চীন সম্পর্কের অবনতি 


অস্ট্রেলিয়া ও চীনের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে বিগত দুবছর আগে, যখন অস্ট্রেলিয়া সরকার তাদের অভ্যন্তরীন বিষয়ে বেইজিংয়ের অতিমাত্রায় হস্তক্ষেপের জন্য পদক্ষেপ নিতে শুরু করেI তবে সেই সম্পর্ক চরমে গিয়ে পৌঁছায় যখন,কবিড-১৯ মহামারীর সূত্র-সন্ধানে অস্ট্রেলিয়া স্বতন্ত্র এক তদন্তের দাবি তোলেI চীন তখন থেকেই অস্ট্রেলিয়ার আমদানি হ্রাস এবং চীনা ছাত্র-ছাত্রী ও পর্যটকদের অস্ট্রেলিয়ায় যেতে বাঁধানিষেধ আরোপ করা শুরু করেI

সম্প্রতি বেইজিংয়ে কর্মরত ABC চ্যানেলের সংবাদদাতা, বিল বারটেল্স এবং অস্ট্রেলিয়ান ফিনান্সিয়াল রিভিউ'র সাংহাই প্রতিনিধি, মাইকেল স্মিথ বেইজিংয়ে অস্ট্রেলিয়ার দূতাবাসে আশ্রয় নেন, এই আশংকায় যে, তাদের গ্রেফতার করা হতে পারেI পরে তারা সিডনিতে এসে পৌঁছানI

এর আগে, চীনের রাষ্ট্রীয় পরিচালিত ইংরেজি চ্যানেলে কর্মরত, একজন অস্ট্রেলিয়ান ব্যবসা- সাংবাদিককে গত মাসে চীন গ্রেফতার করেছিলI সেই গ্রেফতার, বেইজিং-ক্যানবেরা সম্পর্কের অবনতি ঘটায়I

XS
SM
MD
LG