অস্ট্রেলিয়ায় কোভিড কড়াকড়ি শিথিলের পর আবার আন্তর্জাতিক ফ্লাইট চালু হলো
অস্ট্রেলিয়ার নাগরিকদের ওপর থেকে কোভিড-১৯ কড়াকড়ি তুলে দিয়ে ৬০০ দিনে প্রথমবারের মত বিদেশ ভ্রমণের অনুমতি দেয়া হয়েছেI এর আগে তাদেরকে কড়া নিষেধাজ্ঞা বা পদক্ষেপের আওতায় সরকারের অনুমতি নিতে হতোI করোনা ভাইরাসের বিস্তার রোধে সেই ব্যবস্থা নেয়া হয়েছিলI
অস্ট্রেলিয়ায় ভ্যাকসিন নেয়ার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ১৮ মাসের বেশি সময়ের পর, বিশ্বের সঙ্গে দেশটি আবার সম্পৃক্ত হতে চলেছেI নিষেধাজ্ঞা শেষে বিদেশ থেকে আসা প্রথম যাত্রীবাহী বিমানটি সিডনি বিমান বন্দরে এসে পৌঁছালে অশ্রু সজল আবেগঘন পুনর্মিলনের দৃশ্য দেখা যায়I
অস্ট্রেলিয়ার জনগণ এখন সরকারি অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণ করতে পারবেনI নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া রাজ্যে ফেরত যাওয়া যাত্রীদের বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনের মুখোমুখি হতে হবে নাI
তবে তাদেরকে অবশ্যই দুটি টিকা নিতে হবে এবং বর্তমানে শুধুমাত্র অস্ট্রেলিয়ার নাগরিক, স্থায়ী বসবাসকারী (রেসিডেন্টস) ও তাদের নিকট পরিবারের সদস্যরা দেশে ফিরতে পারবেনI অস্ট্রেলিয়া পুরোপুরি ডোজ নেয়া সিঙ্গাপুরের জনগণের জন্য ২১শে নভেম্বর থেকে কোয়ারেন্টাইনমুক্ত প্রবেশের অনুমতি দেবেI তবে এটা এখনো স্পষ্ট নয় যে, অন্যান্য বিদেশী নাগরিক, যাদেরকে ২০২০ সালের মার্চ থেকে বেশির ভাগ নিষিদ্ধ করা হয়েছিল, তাদেরকে প্রবেশ করতে দেয়া হবে কিনা I
কড়া সীমান্ত নিয়ন্ত্রণের কারণে মহামারী চলাকালীন সময়ে হাজার হাজার অস্ট্রেলিয়ান নাগরিক বিদেশে আটকা পড়েনI মেলবোর্ন বিমান বন্দরও বড় মাপে যাত্রীবাহী ফ্লাইট শুরু করার প্রস্তুতি নিচ্ছেI