অ্যাকসেসিবিলিটি লিংক

পাপুয়া নিউ গিনির সহায়তায় পার্শ্ববর্তী দেশ, অস্ট্রেলিয়া 


অস্ট্রেলিয়া সরকার, পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ, পাপুয়া নিউ গিনি 'র সহায়তায় এগিয়ে এসেছে, যেখানে সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত হারেI অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় দ্বীপাঞ্চল, পাপুয়া নিউ গিনি থেকে, মাত্র কয়েক কিলোমিটার ব্যবধানে অবস্থিত, সেখানকার টোরেস প্রণালী দুটি দেশকে বিভক্ত করেছেI অস্ট্রেলিয়া সরকার, সেই টোরেস এলাকার লোকজনদের ওপর টিকা অভিযান জোরদার করেছেI অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, পিটার ডাটন বলেছেন, আমরা চাইনা এসব এলাকার উপজাতীয় লোকজনদের মাধ্যমে এই মহামারী অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়ুকI

পাপুয়া নিউগিনিতে সর্বমোট ২৩০০ জন সংক্রমিত হয়েছেন এবং ২৫ জনের মৃত্যু হয়েছেI অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, স্কট মরিসন ইউরোপীয় ইউনিয়নকে পাপুয়া নিউ গিনির সহায়তায় আরো ১০ লক্ষ ভ্যাকসিন জরুরি ভিত্তিতে সরবরাহ করার আবেদন জানানI অস্ট্রেলিয়ার অর্থে এই ভ্যাকসিন কেনা হয়েছেI

XS
SM
MD
LG