অস্ট্রেলিয়া বলছে তারা এ সপ্তায় আফগানিস্তানে তাদের দূতাবাস বন্ধ করে দেবে কারণ সেখান থেকে আন্তর্জাতিক বাহিনী সরে গেলে তারা নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না। ২৮ শে মে কাবুলে অস্ট্রেলিয়ার দূতাবাস বন্ধ করে দেয়া হবে। প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন তিনি আশা করছেন যে এই বন্ধ ঘোষণা সাময়িক এবং ভবিষ্যতে অস্ট্রেলিয়া তার দূতাবাস আবার খুলতে পারে । সে পর্যন্ত কুটনীতিকরা অন্যান্য দেশ থেকে আফগানিস্তানে যাবেন।মরিসন বলেন,“ক্রমবর্ধমান অনিশ্চিত নিরাপত্তার পরিবেশ আফগানিস্তানে অবস্থিত দূতাবাস কর্মীদের জন্য একেবারেই নিরাপদ নয়। নিরাপত্তার কারণেই কাবুলে অস্ট্রেলিয়ার দূতাবাসের সুনির্দিষ্ট ঠিকানাও গোপন রাখা হয়েছে। অস্ট্রেলীয় বিশেষ বাহিনীর অবসরপ্রাপ্ত সৈন্য মার্ক ওয়েলস অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন যে দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত অত্যন্ত যুক্তিসঙ্গত।