অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিস পেইন বলেছেন রোহিঙ্গা ইস্যুতে তার দেশ বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করা অব্যাহত রাখবে।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার বাংলাদেশ সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা বলেছেন।তিনি তার ৩ দিন ব্যাপী বাংলাদেশ সফরকালে গত ৪ ও ৫ই সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দেন এবং কক্স বাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলে হয় বৈঠকে মরিস পেইন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছেন রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে অস্ট্রেলিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে থাকবে। তিনি রোহিঙ্গাদের জন্য তার দেশের মানবিক সহায়তা আরও বাড়ানোর আশ্বাস দেন।বৈঠকে ড. আব্দুল মোমেন বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা অফিস দিল্লি থেকে ঢাকায় স্থানান্তরের অনুরোধ জানান । একই সঙ্গে তিনি ঢাকা ও অস্ট্রেলিয়ার মধ্যে সরাসরি কার্গো ফ্লাইট পুনরায় চালুর জন্যও অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানান।
ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।