অস্ট্রিয়ার ভিয়েনায় সোমবার নতুন জোট সরকার শপথ গ্রহণ করেছে।
পিপলস পার্টির সেবাসচিয়ান কুর্জ হচ্ছেন নতুন চ্যানসেলার। তাঁর বয়স ৩১ এবং তিনি হচ্ছেন বিশ্বের সবচাইতে কম বয়সী নেতা।
এ বছরের গোড়ার দিকে তিনি তার দলের নেতৃত্ব হাতে নেন। তিনি তার সমর্থকদের বলেন যে অস্ট্রিয়ার জনগন তাদের প্রতি এই আস্থা প্রকাশ করেছে যে তারা রাজনৈতিক সংস্কৃতিতে একটা নতুন ধারা আনবে। অবৈধ অভিবাসন শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি।
হাইন্জ খৃশ্চিয়ান স্ট্রাসে যিনি অতি দক্ষিণপন্থী ফ্রিডম পার্টির নেতা তিনি দেশের ভাইস চ্যানসেলার হলেন।
এই জোট গঠনের ফলে অস্ট্রিয়া এখন হচ্ছে এক মাত্র পশ্চিমী ইউরোপীয় দেশ যাদের অতি ডান পন্থী সরকার রয়েছে।