আজ শুক্রবার , অস্ট্রিয়া ডানপন্থি সরকার বলেছে যে তাদের কথায় রাজনৈতিক ইসলাম এবং ধর্মীয় গোষ্ঠিগুলোর প্রতি বিদেশি অর্থায়নের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে তারা সাতটি মসজিদ বন্ধ করার এবং ৪০ জন ইমাম ও তাদের পরিবারকে বহিস্কার করার পরিকল্পনা করেছে।চরম দক্ষিণপন্থি ফ্রিডম পার্টি থেকে নির্বাচিত সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হার্বাট কিকল্ বলেন যে অস্ট্রিয়ায় তুর্কি মসজিদগুলোর দেখা শোনা করে যে গোষ্ঠি সেই ATIB দ্বারা নিযুক্ত ইমামদের বসবাসের অনুমতিপত্র পযৃআলোচনা করে দেখা হচ্ছে মূলত তাদের অর্থায়নের ব্যাপারে উদ্বেগের কারণে ।কিকল বলেন দুটি ক্ষেত্রে এই অনুমতিপত্র বাতিল করা হয়েছে এবং ৫ জন ইমামকে প্রথম বারই অনুমতিপত্র দেওয়া হয়নি।চান্সালার সেবাসশিয়ান কুরজ বলেছেন সরকার ভিয়েনায় কট্টরপন্থি তুর্কি জাতীয়তাবাদি মসজিদ বন্ধ করে দিচ্ছে এবং ছ’টি মসজিদ পরিচালনাকারী গোষ্ঠি Arab Religious Community ও ভেঙ্গে দিচ্ছে ।তুরস্ক এই পদক্ষেপকে ইসলাম বিরোধী এবং বর্ণবাদি বলে নিন্দে করেছে। তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন টুইটারে বলেছেন সাতটি মসজিদ বন্ধ করার এবং ইমামদের বহিস্কার করার সিদ্ধান্ত হচ্ছে খোড়া যুক্তি যা ইসলাম বিরোধী, বর্ণবাদী এবং বৈষম্যমূলক ।