অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে মাদক বিরোধী অভিযানে দুই সপ্তাহে ৭০ জনের বেশী নিহত


বাংলাদেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদক বিরোধী অভিযানে কথিত বন্দুক যুদ্ধে গত দুই সপ্তাহে নিহতের সংখ্যা ৭০ ছাড়িয়েছে।

শুক্রবার গভীর রাতে এবং শনিবার ভোরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ এবং র‍্যাবের দাবি, নিহতদের সকলেই মাদক ব্যবসায়ী।

এদিকে, রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবস্থিত জেনেভা ক্যাম্প বা বিহারী ক্যাম্পে র‍্যাব শনিবার অভিযান চালিয়েছে। র‍্যাবের ৪টি ব্যাটেলিয়ন প্রায় আড়াই ঘণ্টা ব্যাপী অভিযান চালিয়ে সেখান থেকে নারীসহ শতাধিক মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীকে গ্রেফতার করেছে। র‍্যাবের তরফে জানানো হয়েছে, বিহারি ক্যাম্প থেকে তারা বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ করেছে।

XS
SM
MD
LG