অ্যাকসেসিবিলিটি লিংক

কুটনীতিক ফারিনা আরশাদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন-দাবি পাকিস্তানের


জঙ্গী যোগসাজশ ও অর্থায়নের অভিযোগ ওঠায় ঢাকায় পাকিস্তান দূতাবাস থেকে প্রত্যাহার করা রাজনৈতিক শাখার দ্বিতীয় সচিব ফারিনা আরশাদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন বলে পুনরায় দাবি করেছে পাকিস্তান সরকার।

পাকিস্তান পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করা হয়, ওই কূটনীতিক বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে বার বার হয়রানির শিকার হয়েছিলেন। তার বিরুদ্ধে সংবাদ মাধ্যমে একযোগে মিথ্যা প্রচার না চালানোরও দাবি করা হয়। ফারিনা আরশাদ গত বুধবার ঢাকা ত্যাগ করেন। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG