অ্যাকসেসিবিলিটি লিংক

বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়ের ফৌজদারি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে


প্রায় সাড়ে তিন মাস পর একটি মুসলিম সংগঠনের পক্ষ থেকে এলাহাবাদ হাইকোর্টের লখনউ ব্রাঞ্চের কাছে বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়ের ফৌজদারি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। গত ৩০শে সেপ্টেম্বর সিবিআই বিশেষ আদালতের বিচারক ওই মামলায় অভিযুক্ত ৩২ জনকে বেকসুর বলে ওই সংক্রান্ত সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছিলেন। বিচারক যাদব বলেছিলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বাবরি মসজিদ ধ্বংস করার অথবা তাতে মদত দেওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি। তদন্তকারী সংস্থা সিবিআই যে অভিযোগ করেছে তার প্রমাণ দাখিল করতে পারেনি।

সরাসরি লিংক


দীর্ঘ তিন দশকের পুরনো ওই মামলায় অভিযুক্তদের মধ্যে বিজেপির বর্ষীয়ান নেতা এল কে আডবাণী, মুরলী মনোহর যোশী, উমা ভারতী, কল্যাণ সিং, প্রমুখ ছিলেন। অযোধ্যার বাসিন্দা হাজি মাহবুব এবং হাজি সৈয়দ আখলাক আহমেদ মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফে রিভিউ পিটিশন দাখিল করেন। তাঁরা বলেছেন, সিবিআই বিশেষ আদালতের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে যায়নি বলে আমরা ওই বিচারকের রায়কে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছি। আসছে সপ্তাহে এই আবেদনের শুনানি হওয়ার কথা।

XS
SM
MD
LG