শেষ পর্যন্ত ১৯৯২ সালের ৬ ডিসেম্বর করসেবকদের হাতে অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস হওয়ার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগে লক্ষ্ণৌয়ের সিবিআই আদালত মামলা শুরু করল বিজেপি ও অন্যান্য দলের ১২ জন নেতার বিরুদ্ধে।
সুপ্রিম কোর্টের নির্দেশ, প্রতি দিন শুনানি করে ২ বছরের মধ্যে মামলা শেষ করতে হবে। লালকৃষ্ণ আদবানি ইত্যাদি নেতারা যদি দোষী সাব্যস্তও হন, সর্বোচ্চ সাজা ৫ বছরের জেল। মসজিদ ভাঙ্গার পরে দেশব্যাপী দাঙ্গায় নিহত হন ২ হাজার মানুষ। ঐ ঘটনা কিন্তু বিজেপি দলকে রাজনৈতিক ভাবে অনেকটাই এগিয়ে দিয়েছিল। ২৫ বছর পরে এই মামলা শুরুর রাজনৈতিক কি প্রভাব হতে পারে, তা নিয়ে নানান আলোচনা। ২ বছর পরে লোকসভা নির্বাচনে কি বিজেপি কাজে লাগাতে পারবে এই মামলা ও দলের শীর্ষ নেতাদের আদালতের সম্মুখীন হওয়ার ঘটনা। তবে মামলার ফলে রাষ্ট্রপতি পদপ্র্রার্থী হওয়ার সুযোগ আর পাবেন না অশীতিপর নেতা লালকৃষ্ণ আদবানি।