অ্যাকসেসিবিলিটি লিংক

বাগরাম বিমানঘাঁটি ত্যাগ করলেন মার্কিন সেনারা, নিয়ন্ত্রণে এখন আফগান নিরাপত্তা বাহিনী


যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তা বলেছেন যে আফগানিস্তানে আমেরিকানদের প্রধান ঘাঁটি, বাগরাম বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের সেনারা চলে গেছেন, ঘাঁটিটির নিয়ন্ত্রণের ভার দেয়া হয়েছে আফগান নিরাপত্তা বাহিনীর ওপর I

কাবুল থেকে ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই ঘাঁটিটি, প্রায় দু দশক ধরে তালিবান যোদ্ধাদের ক্ষমতা থেকে অপসারণ এবং আল কায়দা সন্ত্রাসীদের পরাস্ত করতে যুক্তৰাষ্ট্র্রের অভিযানের কেন্দ্রবিন্দু ছিলI

আফগান প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শুক্রবার, বাগরাম ঘাঁটি থেকে সকল সেনা প্রত্যাহারের কথা স্বীকার করেনI মুখপাত্র ফাওয়াদ আমান টুইটার মারফত জানান, গত রাতে বাগরাম বিমান ঘাঁটি থেকে সকল কোয়ালিশন ও যুক্তরাষ্ট্রের সেনারা ঘাঁটি ত্যাগ করেছেনই তিনি জানান, আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী ঘাঁটিটি রক্ষা ও সন্ত্রাস দমনে ঘাঁটিটি ব্যবহার করবেI

XS
SM
MD
LG