ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বালি দ্বীপে আগ্নেয়গিরির বিপদসংকেত সবচাইতে উচ্চ মাত্রায় রেখেছে। সেখানে মাউন্ট আগুংয়ের জ্বালামুখ দিয়ে ছাই ও ধোঁয়া উদগীরণ অব্যাহত রয়েছে।
কর্মকর্তারা আগ্নেয়গিরির চতুর্দিকে বিপদজনক এলাকা হিসেবে কিছু কিছু এলাকা ১০ কিলোমিটার পর্যন্ত নির্ধারণ করেছে। এর ফলে প্রায় ১ লক্ষ মানুষ যারা আগ্নেয়গিরির কাছাকাছি থাকে তাদেরকে ওই এলাকা ত্যাগ করতে হবে।
কর্মকর্তারা বলেছেন বহু মাইল দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং জ্বালামুখে অগুন দেখা যাচ্ছে।
ঘন ধোঁয়ায় বালি দ্বীপের আকাশ ঢেকে যাওয়ায় এ ‘রেড এলার্ট’ জারি করা হয়। কর্মকর্তারা সোমবার ভোরে দ্বীপের বিমানবন্দর বন্ধ করে দিয়েছে এবং ৪৪৫টি ফ্লাইট বাতিল কর দিয়েছেন।