অ্যাকসেসিবিলিটি লিংক

রুশ গুপ্তচর তৎপরতা এড়াতে বাল্টিক দেশের উদ্যোগ


ইউরোপের উত্তর পূর্বাঞ্চলীয় বাল্টিক সাগর ঘেঁষা তিনটি দেশের জনগণের মাঝে রাশিয়ার গুপ্তচর বৃত্তির প্রভাব ও তা সনাক্ত করতে বাল্টিক দেশগুলো সমন্বিত উদ্যোগ নিয়েছে I সোভিয়েত প্রজাতন্ত্র থেকে স্বাধীন হওয়া, ESTONIA , LATVIA এবং LITHUANIA 'র নিরাপত্তা প্রধানরা আশংকা করছেন যে, স্পর্শকাতর তথ্য সংগ্রহে রুশ গোয়েন্দা সংস্থা শুধুমাত্র চর নিয়োগই বৃদ্ধি করেনি, তথাকথিত রাশিয়ার প্রভাব বিস্তারের লক্ষে নাশকতা ও অন্তর্ঘাতী কাজে সম্ভব্য ভিত্তি রচনার প্রয়াস নিয়েছে I

এই তিনটি দেশ ২০০৪ সালে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোতে যোগ দেয় I

XS
SM
MD
LG