অ্যাকসেসিবিলিটি লিংক

বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী


আজ ১৭ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা, শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম দিন। স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন ১৯২০সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এই দিনটিকে স্মরণ করে, নেয়া হয়েছে ১০দিনব্যাপী বর্নাঢ্য অনুষ্ঠানমালার। ভোরে, রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় চারিদিক। ঢল নামে ধানমন্ডি ৩২নাম্বারে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এসে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন- আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি।

বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী
please wait

No media source currently available

0:00 0:03:01 0:00



অন্যদিকে, টুঙ্গিপাড়ায় জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শিশুদের নিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে শিশুদের সাথে কথা বলেন। তিনি বঙ্গবন্ধুর উল্লেখ করে বলেন-আমাদের যে সংবিধান তিনি দিয়েছিলেন সেখানে কিন্তু শিশুদের শিক্ষাটাকে সম্পুন অবৈতনিক করে দেন।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে। এ যেন লাল সবুজের ঢাকা।

XS
SM
MD
LG