বাংলাদেশে দশম জাতিয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্যে তালিকা বদ্ধ প্রার্থীদের অর্ধেকেরও বেশি বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হওয়ার বিষয়টি নিয়ে বিশ্লেষন করেছেন ট্রান্সপেরেন্সী ইন্টারন্যাশাল বাংলাদেশের নির্বাহি পরিচালক ডক্টর ইফতেখারূজ্জামান ও নির্বাচন কমিশনের সাবেক এক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেইন । আর তারই ভিত্তিতে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরূ ।
বাংলাদেশে দশম জাতিয় সংসদ নির্বাচনে প্রার্থীদের অর্ধেকেরও বেশি বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত
