বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহার করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন বিঘ্ন ঘটাতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেননির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
শুক্রবার বিকালে কক্সবাজারে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
নির্বাচনে প্রশাসনের কর্মকর্তাদের কেউ পক্ষপাতিত্ব করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বৈঠকে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এদিকে কক্সবাজারের শাহ্পরীর দ্বীপ থেকে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১০ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাব। এসময় এক মানবপাচারকারীকেও আটক করা হয়।