বাংলাদেশে সদ্য সমাপ্ত চার সিটি কর্পোরেশনের নির্বাচন ও তার ফলাফলের প্রভাব যাই পড়ছে দেশের রাজনীতি অঙ্গনে তারই বিশ্লেষন করেছেন সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান ও সূশাসনের জন্যে নাগরীক বা সূজনের ডক্টর বদিউল আলম মজুমদার । ঐ বিশ্লেষন নিয়ে সাক্ষাত্কার ভিত্তিক এই রিপোর্টটি পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরূ ।bangla election results