বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের ন্যুনতম মজুরির দাবিতে আজ রবিবার আবার বিক্ষোভ হয়েছে – ভাংচুর-সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিক্ষোভরত শ্রমিকদের – এ খবর আপনারা বিশ্ব সংবাদেই শুনেছেন । বিষয়টির ওপর এখন শুনবেন মালিক পক্ষ ও শ্রমিক সাধারণ – দু’পক্ষেরই মন্তব্যসহ আমির খসরূর আরেকটি রিপোর্ট ।
ন্যুনতম মজুরির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
