বাহান্নর ভাষা আন্দোলনের পেছনে যেমন কাজ করেছে ভাষার প্রতি ভালোবাসা, তেমনি এর প্রেক্ষাপটে ছিল আর্থ-সামাজিক বাস্তবতাও। বাহ্যত আবেগ আপ্লত এই দিনটির সব দাবি এবং সংগ্রামের পেছনে প্রকৃতপক্ষে ছিল তীব্র ও ক্ষুরধার যুক্তিও । ভাষা আন্দোলনের সেই প্রেক্ষিত ও প্রেক্ষাপট বিশ্লেষণ করেছেন ঢাকা থেকে বিশিষ্ট অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড আতিউর রহমান।
আর তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভয়েস অফ আমেরিকার মাল্টিমিডিয়া সংবাদ সম্প্রচারক আনিস আহমেদ ।
ভিডিও চিত্রগ্রহণ ও সম্পাদনা: সানজানা ফিরোজ