অ্যাকসেসিবিলিটি লিংক

১লা বৈশাখের সকল প্রস্তুতি প্রায় শেষ


বাংলা বছরের প্রথম দিনটি ১লা বৈশাখ সকল ধর্মের মানুষ পালন করে থাকেন। তারই প্রস্তুতি প্রায় শেষের দিকে। চারিদিকে নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবের যেন কমতি নেই। বিপণী বিতান গুলোতেছিল উপচে পরা ভিড়। একদিকে যেমন নতুন বছরকে বরণ করে নেয়ার প্রস্তুতি অন্যদিকে সবাই সব পুরনো হিসাব চুকিয়ে দিয়ে নতুন হিসেব জন্য প্রস্তুত।
এরই মধ্যে গৃহস্থলের ঘর দরজা আঙ্গিনা হয়েছে সাফ। শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের প্রতিটি ঘরে ঘরে উৎসবের আমেজ বিরাজ করছে।
চারুকলার ছাত্র ছাত্রীদের সকল প্রস্তুতি ও শেষের দিকে। বৈশাখের উৎসব নিয়ে চারুকলার ডীন নাসের হোসাইন বলেন, ১লা বৈশাখ এখন একটা জাতীয় উৎসবে পরিনত হয়েছে।
এই দিনটিকে ঘিরে সকল রকমের নিরাপত্তা গ্রহন করেছে আইন শৃঙ্খলা বাহিনীর। তবে মৌলবাদীরা বলছেন ১লা বৈশাখ হল হিন্দুদের উৎসব। অন্যদিকে চট্টগ্রামে একদল সন্ত্রাসী চারুকলার ছাত্র ছাত্রীদের আঁকা ছবির উপর কালি ছিটিয়ে দিয়ে সব আঁকা ছবি নষ্ট করে দিয়েছে।
তবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১লা বৈশাখ নিয়ে বলেছেন, শান্তিপূর্ণ পূর্ণভাবে যেন সকল ধর্মের সবাই এক সাথে১লা বৈশাখ পালন করতে পারে।
সব ধর্মের সবাই যেন ১লা বৈশাখ নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেই হোক আমাদের প্রত্যাশা।
ওয়াশিংটন ডিসির লাইভ স্টুডিও থেকে সাবরিনা চৌধুরীকে সরাসরি বিস্তারিত জানিয়েছেন নাসরিন হুদা বিথী।

please wait

No media source currently available

0:00 0:12:03 0:00

XS
SM
MD
LG