অ্যাকসেসিবিলিটি লিংক

পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ ছিল উৎসবে বিভোর


আজ পয়লা বৈশাখ, চোদ্দোশো চব্বিশ- পুরনো কে বিদায় জানিয়ে নতুন বছরের প্রথম দিনটি ছিল উৎসবের আঙ্গিনায় বিভোর। কলকাতার উত্তর থেকে দক্ষিণ সব জায়গার চিত্রটাই ছিল সেই একই।

calcutta
calcutta

দক্ষিণ কলকাতার কালীঘাট মন্দির কিম্বা উত্তর শহরতলীর দক্ষিনেশ্বরের মা ভবতারিনীর মন্দির- সব প্রাঙ্গনেই আজ বাঙ্গালীর জীবন যেন সূচিত হল নতূন হালখাতায় পূজো আর মিষ্টি মুখের মধ্য দিয়ে।

calcutta3
calcutta3

বেলা বাড়তেই ভোজন প্রিয় বাঙ্গালী হাজির ছিল নতূন পোশাকে বড় কোনো রেঁস্তোরা কিম্বা পকেট ভর্তি টাকা নিয়ে বাজার করার লাইনে। অপর দিকে গোটা রাজ্যের সাথে মহানগর কলকাতাতেও আজ সকাল থেকেই বাংলা বছরকে অভিবাদন জানাতে বর্ষবরনের শোভাযাত্রাও বেরোয় রাস্তা ঘাটে। যেখানে পরিবেশিত হল কবিতা গান ও নৃত্য। রবিঠাকুরের গানের সুরে নতুন পোশাকে বর্ষবরনের অধ্যায় আজ বাঙ্গালীকে যেন আবিষ্ট রেখেছিল। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজেও দিনটি শুরু করেন দক্ষিণ কলকাতার কালীঘাট মন্দিরে পূজো দিয়ে। পাশাপাশি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তেও সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয় বিভিন্ন সরকারী ও বেসরকারী সংগঠন ও সংস্থার উদ্যোগে।

please wait

No media source currently available

0:00 0:01:05 0:00

XS
SM
MD
LG