বাংলাদেশের শীর্ষ আদালত উনিশ শ’ একাত্তরে স্বাধীনতা যুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত বিরোধী দলের দুই নেতার মৃত্যুদন্ড বহাল রেখেছে।
বাংলাদেশের এ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম বলেছেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি-র নেতা সালাহউদ্দীন কাদের চৌধুরী এবং জামাতে ইসলামির আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপীল প্রত্যাখ্যাত হওয়ায় তাঁদের ফাঁসি কার্যকর করার পথে এখন আর কোনো বাধা রইলো না। চৌধুরী ও মুজাহিদ- দু’জনই বলা্ৎকার ও গণহত্যার দায়ে বিশেষ যুদ্ধাপরাধ আদালতের রায়ে দোষী সাব্যস্ত হন।
দু’হাজার দশ সালের পর থেকে নিয়ে বাংলাদেশে এক ডজনেরও বেশি বিরোধী দলীয় নেতা যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। বি এন পি- জামাত দু’দলই ঐসব দন্ডবিধানের বিরূপ সমালোচনা করে বলেছে- ওসব ছিলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রয়াস-বিরোধী দলের লোকজনকে নিশানা করাই ছিলো ওসবের লক্ষ্য।