অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ায়, সরকার দেশব্যাপী রেড এলার্ট জারি করেছে


বাংলাদেশে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ায়, সরকার দেশব্যাপী রেড এলার্ট জারি করেছে
বাংলাদেশে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ায়, সরকার দেশব্যাপী রেড এলার্ট জারি করেছে

বাংলাদেশে বিভিন্ন জেলায় অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ায়, সরকার দেশব্যাপী রেড এলার্ট জারি করেছে।

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস রবিবার বলেছেন যে সারাদেশের প্রাণিসম্পদ অধিদপ্তর ও সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্ত এলাকার পশুর জন্য পাঁচ লাখ প্রতিষেধক পাঠানো হয়েছে।

জেলা পর্যায়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ও সিভিল সার্জনের নেতৃত্বে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কোনো স্থানে সংক্রমণের নমুনা পেলে তা সংগ্রহ করে পরীক্ষা এবং ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, আক্রান্ত এলাকাগুলোতে ইতঃমধ্যেই দুই লাখ ভ্যাকসিন পাঠানো হয়েছে।

অসুস্থ গবাদিপশু পরিবহন ঠেকাতে সীমান্তরক্ষী ও পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

XS
SM
MD
LG