নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক বিভাগের তথ্য প্রযুক্তি শাখার প্রধান আশফাক-উর-রহমান অয়নকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। সোমবার রাতে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়। গ্রেফতারকৃত আশফাক আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক বিভাগের প্রধান, সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত এবং বর্তমানে পলাতক মেজর সৈয়দ জিয়াউল হকের ঘনিষ্ঠ সহযোগী বলে পুলিশ বলেছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আশফাকের কাছ থেকে ল্যাপটপ এবং এতে আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের জিহাদী প্রবন্ধ, আল কায়েদার আরব অঞ্চলের নেতা আওলাকীর বক্তব্য এবং ব্লগার হত্যার প্রশিক্ষণের নানা তথ্যাদি রয়েছে। আশফাক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের ছাত্র ছিলেন। তাকে মঙ্গলবার আদালতে হাজির করা হলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
ঢাকা থেকে আমীর খসরু রিপোর্ট।