অ্যাকসেসিবিলিটি লিংক

ময়ূর-২ লঞ্চের ধাক্কা লাগার পর মর্নিং বার্ড বুড়িগঙ্গা নদীতে ডুবে যায়


ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে এক লঞ্চের ধাক্কায় আর একটি ছোট লঞ্চ ডুবে যায়। চাঁদপুর থেকে আসা ময়ূর-২নোঙড় করার জন্য ব্যাক গেয়ারে ঘুরছিল। সে সময় পেছনে নদীতে থাকা এমভি মর্নিং বার্ডের সঙ্গে ধাক্কা লাগে।

এদিকে দুর্ঘটনার পর হাজার হাজার মানুষ ঘাটে এসে ভিড় করে। মর্নিং বার্ডের নিখোঁজ যাত্রীদের খোঁজে ঘাটে আসা স্বজনদের আহাজারী করতে দেখা যায়।
উদ্ধার কাজে অংশ নেয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন- আমরা জেনেছি ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ছোট লঞ্চটি ডুবে যায়।

এদিকে পুলিশ কর্মকর্তা বলেন- উভয় লঞ্চের গাফিলতি ছিল।এছাড়া উদ্ধার কাজে সারাদিন তৎপর ছিল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।অন্যদিকে মৃতের আত্মীয়-স্বজনরা খুঁজে বেড়াচ্ছেন আপনজনদের। এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে ৩২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড বুড়িগঙ্গা নদীতে নিমজ্জিত
please wait

No media source currently available

0:00 0:01:35 0:00

XS
SM
MD
LG