অ্যাকসেসিবিলিটি লিংক

দুই বাংলার সম্পর্ককে আরও নিবিড় সম্পর্কে বাঁধবে বাংলাদেশ বইমেলা


বাংলাদেশ বইমেলাই দুই বাংলার সম্পর্ককে আরও নিবিড় সম্পর্কে বাঁধবে আগামী দিন। কলকাতায় অষ্টম বাংলাদেশ বইমেলার উদ্বোধন করে এ কথাই বললেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রনপা নৃত্যের মধ্য দিয়ে সম্ভাষণ গ্রহণ করে অষ্টম বার্ষিক বাংলাদেশ বইমেলার আজ কলকাতায় উদ্বোধন করলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়াও উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন দুই বাংলার বিশিষ্টজনেরা।

কলকাতা বইমেলা
please wait
Embed

No media source currently available

0:00 0:03:34 0:00

উদ্বোধনী ভাষণে বাংলাদেশের অর্থমন্ত্রী বলেন এই বাংলাদেশ বইমেলাই দুই বাংলার সম্পর্ককে আরও নিবিড় করবে আগামী দিন।বাংলাদেশ বইমেলার অন্যতম সহযোগী ব্যক্তিত্ব ভাষা ও চেতনা সমিতির আহ্বায়ক অধ্যাপক ইমানুল হক এবারের বইমেলা প্রসঙ্গে আমাদেরকে বললেন।

কলকাতার অন্যতম সাংস্কৃতিক পীঠস্থান মোহরকুঞ্জে বাংলাদেশের ৬৯ টি প্রকাশনা সংস্থার উপস্থিতিতে এবং ৬১ টি স্টলের আয়োজনে আজ থেকে কলকাতার মোহরকুঞ্জে শুরু হল বাংলাদেশে বই মেলা চলবে ১১ই নভেম্বর পর্যন্ত, প্রতিদিন দুপুর দুটো থেকে রাত ৮টা অব্দি।

পরমাশিষ ঘোষরায় জানাচ্ছেন বিস্তারিত।

please wait

No media source currently available

0:00 0:00:42 0:00

XS
SM
MD
LG