অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের মন্ত্রিসভায় জাতীয় শিল্পনীতির খসড়া অনুমোদিত


প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের বৈঠকে সভাপতিত্ব করছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের বৈঠকে সভাপতিত্ব করছেন।

বাংলাদেশের মন্ত্রিসভা জাতীয় শিল্পনীতি ২০১০-এর খসড়া অনুমোদন করেছে।
সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
প্রধানমন্ত্রীর প্রেস আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, শিল্পনীতি অনুমোদনকালে শেখ হাসিনা বলেন, দেশে দ্রুত শিল্পায়ন ও উন্নয়নের জন্য ২০০৫ সালের শিল্পনীতিকে সংশোধন করে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এই নীতি প্রণয়ন করা হয়েছে।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার সরকারি ও বেসরকারি উভয় খাতকেই সমান গুরুত্ব দেয়।
নতুন শিল্পনীতির অন্যতম লক্ষ্য হচ্ছেÑ রুগ্ন শিল্পকে সহায়তা প্রদান এবং সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে শিল্প গড়ে তোলা।

শিল্পনীতি ২০০৫-এর সংশোধনের জন্য ২০০৮-এর ২৫ মার্চ শিল্প মন্ত্রণালয় কার্যক্রম গ্রহণ করে। এর প্রেক্ষিতে শিল্পনীতি ২০০৫'কে যুগোপযোগী ও সংশোধন/হালনাগাদ করণের জন্য শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক আট সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। পরবর্তীতে বিভিন্ন স্টেক হোল্ডার ও পেশাজীবীদের সমন্বয়ে অনুষ্ঠিত একাধিক কর্মশালার মাধ্যমে প্রাপ্ত অভিমতের আলোকে শিল্পনীতির প্রাথমিক খসড়া প্রণয়ন করা হয়।

XS
SM
MD
LG