অ্যাকসেসিবিলিটি লিংক

জো বাইডেনের শপথ গ্রহণের মধ্য দিয়ে গণতন্ত্রের জয় হয়েছে


যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণের মধ্য দিয়ে গণতন্ত্রের জয় হয়েছে বলে মনে করছে বাংলাদেশ।

বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জয়ী হওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তাঁকে অভিনন্দন জানিয়েছেন। আব্দুল মোমেন বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে আবারও অভিনন্দন জানিয়ে বলেন যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে এসেছে সেটা বাংলাদেশের জন্য সুখবর।

please wait

No media source currently available

0:00 0:03:38 0:00

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণের পর দেশটির নতুন প্রশাসনের কাছে বাংলাদেশের প্রত্যাশা সম্পর্কে ভয়েস অফ অ্যামেরিকার তরফে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তারেক শামসুর রেহমান বলেন বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের প্রত্যাশার পরিধি অনেক বড় হলেও বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার সাফল্যের ওপরই প্রাপ্তি নির্ভর করবে। আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষকরা বলছেন বাইডেন প্রশাসনের আমলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সহযোগিতার পরিধি আরও বিস্তৃত হবে বলে তাঁরা আশাবাদী।

XS
SM
MD
LG