অ্যাকসেসিবিলিটি লিংক

স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যে আওয়ামী লীগ বিব্রত


করোনার দীর্ঘ উপস্থিতি নিয়ে স্বাস্থ্যের মহাপরিচালক আবুল কালাম আজাদের এক মন্তব্যে তুমুল উত্তেজনা। অবস্থা এমনই শাসক দলকেও করেছে বিব্রত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যে জনমনে হতাশা তৈরি হয়েছে। তিনি বলেন, সরকার যখন দিনরাত পরিশ্রম করে মানুষের মনোবল চাঙ্গা রাখার নিরলস প্রচেষ্টা চালাচ্ছে ঠিক তখন করোনার আয়ুস্কাল নিয়ে অদূরদর্শী ও দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যে জনমনে হতাশা তৈরি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে ডা. আবুল কালাম আজাদ কোন গবেষণা, তথ্য উপাত্ত ছাড়াই বলেন করোনা এক দুই মাসে যাবার বিষয় নয়। দুই তিন বছর স্থায়ী হবে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন। এ নিয়ে মোট মারা গেলেন ১ হাজার ৩৮৮ জন। সংক্রমণও থেমে নেই। এই সময়ে নতুন করে ৩ হাজার ২৪৩ জন সংক্রমিত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী শনাক্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। যমুনা গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি নুরুল ইসলাম বাবুলও করোনায় আক্রান্ত হয়েছেন। সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।

ওদিকে বিশ্ব অর্থনৈতিক ফোরাম তাদের সর্বশেষ এক রিপোর্টে বলেছে, চলতি বছর বাংলাদেশের প্রবাসী আয় কমবে ১ হাজার ৪০০ কোটি ডলার।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

please wait

No media source currently available

0:00 0:01:40 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG