অ্যাকসেসিবিলিটি লিংক

করোনা কমে গেছে বিশেষজ্ঞরা মানতে নারাজ


বাংলাদেশে করোনা পিকে নেই। কমতির দিকে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এটা মানতে নারাজ। তারা বলছেন, বাংলাদেশে করোনা কখনই পিকে আসেনি। তাছাড়া নমুনা পরীক্ষা যেখানে কমে গেছে অন্তত চার থেকে পাঁচ হাজার । সেখানে কি করে বলা যায় সংক্রমণ কমে গেছে। সোমবার স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বলছে বাংলাদেশ পিক টাইমে নেই। কোভিড-১৯ কেস এখন কমে যাচ্ছে। একই প্রতিষ্ঠানের উপদেষ্টা ডা. মোশতাক হোসেন এই অভিমতের সঙ্গে একমত নন। তিনি বলেন, বেসিক্যালি বাংলাদেশে করোনা পিকই হয়নি। এখানে উঠানামা করছে । খুব একটা কমেছে এটা বলা যাবেনা। ক্লাসিক্ল্যাল পিক বা খাঁড়াভাবে উপরে উঠে গেছে পাহাড়ের চুড়ার মত তারপর নেমে গেছে এরকম কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা আফ্রিকার অধিকাংশ দেশে সেটা হয়নি।

দক্ষিণ এশিয়ায় কর্মরত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক মোজাহেরুল হক বলেন, কোন যুক্তিতে এটা বলা হচ্ছে জানিনা। যেখানে টেস্টের ফি নির্ধারণের পর মানুষ হাসপাতালমুখী হচ্ছেনা। সেখানে কি করে বলা যায় সংক্রমণ কমে গেছে। তার মতে, অনেক মানুষ উপসর্গ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সামনে ঈদ। এসময় সংক্রমণ আরও বাড়বে। এই অবস্থায় আগাম মূল্যায়ন করা বোধ করি ঠিক হবেনা। এতে আরও বিপদ বাড়তে পারে।

ওদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জন মারা গেছেন। এ নিয়ে মারা গেলেন তিন হাজার। এসময় রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ৯৬০ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৯ হাজার ১৮৫ জন।

please wait

No media source currently available

0:00 0:02:03 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG