অ্যাকসেসিবিলিটি লিংক

করোনা পরবর্তী সংকট মোকাবেলায় সার্কের দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ড. মোমেন


বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আবদুল মোমেন
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আবদুল মোমেন

শুক্রবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বৃহস্পতিবার জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনের সাইড লাইনে ভার্চুয়ালি অনুষ্ঠিত সার্ক ভুক্ত দেশসমূহের ১৭তম অনানুষ্ঠানিক কাউন্সিল অব মিনিস্টার্সের এক সভায় আব্দুল মোমেন এ আহ্বান জানান। তিনি করোনা পরবর্তী সময়ে খাদ্য ও কৃষি, জনস্বাস্থ্য, আইসিটি, বাণিজ্য এবং বিনিয়োগ খাতকে আলাদা গুরুত্ব দেয়ার ওপর জোর দেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন করোনা মহামারি এ অঞ্চলে সহযোগিতার আরও নতুন নতুন ক্ষেত্র ও সুযোগ যেমন তৈরি করবে তেমনি বর্তমানে অনেক ক্ষেত্রকেও আংশিকভাবে বা পুরোপুরি অপ্রাসঙ্গিক বানিয়ে ফেলতে পারে। পররাষ্ট্র সচিব পর্যায়ের মতো কিছু কার্যকরী বৈঠক অনুষ্ঠানের প্রতি সার্কের অন্যান্য দেশের মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন এ সকল বৈঠকে সার্কের নিম্নপর্যায়ের কার্যকরী অঙ্গসংস্থাগুলোর জমে থাকা সুপারিশগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করা যেতে পারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গিওয়ালির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সার্কের আটটি সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। সভায় সার্ক ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা করোনা মোকাবেলায় আঞ্চলিক প্রচেষ্টাগুলোকে পর্যালোচনা করেন এবং করোনাকালে এ সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

please wait

No media source currently available

0:00 0:01:38 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG